২৮শে সেপ্টেম্বর আসছে অস্ট্রেলিয়া
Comments are closedবাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮শে সেপ্টেম্বর ঢাকায় আসবে অস্ট্রেলিয়া। ক্লার্ক অবসর নেওয়ায় সবকিছু ঠিক থাকলে, স্টিভেন স্মিথের নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসতে পারে অজিরা। ২৭ বছর বয়সী স্মিথ নিজেই জানালেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা অজিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হবু এ অজি দলপতি বলেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বেশ কঠিন হবে। বাংলাদেশে এসে প্রথমেই তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে বলেও জানান তিনি। সফরে দু’টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।