৩১তম জাতীয় সাতার প্রতিযোগিতা উদ্বোধন
Comments are closedশুরু হচ্ছে বয়সভিত্তিক ৩১তম জাতীয় সাতার প্রতিযোগিতা। বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত এবারের টুর্নামেন্টে পাঁচ বিভাগে অংশ নিচ্ছে ৪৫৮ পুরুষ সাতারু ও ১৮৬ মহিলা সাতারু। বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।