৩১শে ডিসেম্বরের মধ্যে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরে শিল্পমন্ত্রী’র নির্দেশ
Comments are closedপূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে শিল্প মন্ত্রণালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পরে সাংবাদিকদের তিনি আরও জানান, ওই সময়ের মধ্যে কেউ ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হলে তার বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া, স্বাস্থ্যগত বিষয় বিবেচনা করে বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যেই হাজারিবাগ সহ রাজধানীর সব ট্যানারি স্থানান্তর করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী।