৫২ কোটি টাকা মূল্যের কোকেনসহ পেরুর নাগরিক আটক
Comments are closedহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮শ গ্রাম কোকেনসহ জেন গমেজ নামে এক পেরুর নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় আসে ওই ব্যক্তি। পরে তার ব্যাগ তল্লাশি করে কোকেন জব্দ করা হয়। জব্দ কোকেনের বাজার মূল্য প্রায় ৫২ কোটি টাকা বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এদিকে, পেরুর ওই নাগরিককে ছেড়ে দিতে অনুরোধ করায় বিমানবন্দরের তিন লাগেজ অপারেটরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।