৫-০ গোলের বড় জয় পেল শেখ জামাল ধানমন্ডী ক্লাব
Comments are closedগতকাল স্বাধীনতা ক্লাব ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডী ক্লাব। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় শফিকুল ইসলাম মানিকের শীর্ষরা। শেখ জামালের হয়ে হ্যাট্টিক করেন অধিনায়ক ওয়েডসন। এছাড়া, দলের স্ট্রাইকার এমাকা করেন দুটি গোল। অন্যদিকে, দিনের অপরম্যাচে ফেনী সকার ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। দলের হয়ে স্ট্রাইকার সিও জুনাতিও ২টি এবং ১টি গোল করেন মিডফিল্ডার সোহেল। আর ফেনী সকারের হয়ে দুটি গোল করেন স্ট্রাইকার ফ্রাঙ্ক।