৭৬ শিশুর মৃত্যুতে বিসিআই ফার্মার ছয় জনের কারাদণ্ড
Comments are closedভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই ফার্মাসিউটিক্যালসের পরিচালক, ব্যবস্থাপকসহ ছয়জনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান ২৩ বছর আগে করা এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ওই ছয় আসামির প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯২ সালে জয়পুরহাটের আক্কেলপুরে ভেজাল প্যারাসিটামল খেয়ে ৭৬ জন শিশুর মৃত্যু হয়।