৭ খুনের এক মামলা জজকোর্টে, তারেকের জামিন নামঞ্জুর
Comments are closedচাঞ্চল্যকর ৭ খুনের মামলার প্রধান আসামি র্যাব-১১ এর সাবেক অধিনায়ক চাকরিচ্যুত লে. কর্নেল তারেক সাঈদের জামিন আবারো না মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় পালের দায়ের করা মামলাটি জজ কোর্টে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ঈমাম এই আদেশ দেন।