৮ বছরের জন্য নিষিদ্ধ ব্লাটার ও প্লাতিনিকে
Comments are closedফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফার সভাপতি মিশেল প্লাতিনিকে ফুটবলের সব কার্যক্রম থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে ফিফার এথিক্স কমিটির তদন্ত শেষে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে ছিলেন ব্লাটার। তবে আগামী বছরের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত ভোটের আগেই তিনি সরে দাড়াঁন। তবে এবারের নির্বাচনে তার আর প্রতিদন্দ্বীতা করার সুযোগ থাকছে না। এদিকে, এই সাজার বিপক্ষে আপিল করার কথা জানিয়েছেন ব্লাটার ও প্লাতিনি।