অপরাধী যেই হোক, বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর
Comments are closedমাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধের ঘটনায় অপরাধী যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মায়ের সঙ্গে দেখা করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি একথা জানান। এই মামলার প্রধান আসামি সেন সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী রোববার এ বিষয়ে শুনানি হবে। বাকী দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।