অবৈধ শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
Comments are closedথ্রি প্লাস ওয়ান নামের এক প্রকল্পের মাধ্যমে অবৈধ শ্রমিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা জারি করেছে মালয়েশিয়া সরকার। ফলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে যেতে হচ্ছে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের। কারণ বেধে দেয়া সময়ের পর মালয়েশিয়ায় অবস্থান করলে অবৈধ শ্রমিক হিসেবে প্রত্যেককে জরিমানা গুনতে হবে পাঁচ হাজার রিংগিত পর্যন্ত। ভোগ করতে হতে পারে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও। অবশ্য, এই সময়ের মধ্যে কেউ স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলে তাকে ‘হয়রানি ছাড়া’ দেশে ফেরার সুযোগ দেবে মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিভাগ। এই সুযোগ কাজে লাগিয়েপ্রকল্পের সময়সীমা বাড়াতে মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে ইন্দোনেশিয়ার সরকার ।