অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিতে ১৫ রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচন কমিশনের চিঠি
Comments are closedআচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিতে ১৫ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন । নির্দেশনায় বলা হয়েছে-‘নির্বাচনে প্রভাব বিস্তাবেরর বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাই করে কি ব্যবস্থা নেয়া হলো তা জানাতে হবে।’ নির্দেশনার সঙ্গে বিভিন্ন পত্রিকার কাটিংও জুড়ে দিয়েছে ইসি। অভিযোগ পাওয়া পৌরসভাগুলো হলো, বরগুনা, সাতক্ষীরা, কুমারখালী, সোনারগাঁও, মাধবদী, তাহেরপুর, বাজিতপুর, বড়াইগ্রাম, আলমডাঙ্গা, গাংনী, কালিয়া, মধুপুর, চৌগাছা, ঝালকাঠি, বরিশাল ও জামালপুর।