অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
Comments are closedবাঙ্গালী জাতি যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াঁতে না পারে সেজন্যই ১৫ই আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীতে কৃষকলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন,দেশের মানুষ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বলেন,৩১ জুলাই আমি আর রেহানা দেশের বাইরে গেলাম। কিন্তু মাত্র পনেরো দিনের ব্যবধানে মাত্র একটি দিনে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।