অর্থপাচার আইনে যৌথ তদন্তের সুযোগ
Comments are closedএখন থেকে অর্থপাচার বা মানি লন্ডারিং অপরাধের তদন্ত করবে না দুর্নীতি দমন কমিশন-দুদক। তার বদলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও বাংলাদেশ ব্যংকের মত সংশ্লিষ্ট সংস্থাগুলো মামলা তদন্ত করবে। প্রয়োজনে একে অপরের সহযোগিতা নিয়ে যৌথ তদন্তের ব্যবস্থাও রাখা হয়েছে। আজ প্রধামন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, বৈঠকে দুর্নীতি দমন কমিশন আইন ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে সংস্থাটি শুধু দুর্নীতি ও ঘুষ এই দুটি অপরাধের তদন্ত করবে।