অসাধু রিং রোলিং বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহনের দাবি
Comments are closedঅসাধু রিং রোলিং মিল মালিক ও বিক্রয়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহনের দাবি জানিয়েছেন বাংলাদেশ অটো-রি-রোলিং এন্ড স্টিল মিল এসোসিয়েশন । সকালে ঢাকা রির্পোটাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান মাসাদুল আলম মাসুদ।এসময় তিনি বলেন অবৈধ রোড দ্বারা কোন স্থাপনা তৈরী করা হলে, যদি কোন দুর্ঘটনার ঘটনা ঘটে তাহলে এর দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।