আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে তুরস্ক
Comments are closedপ্রথমবারের মত জঙ্গিগোষ্ঠী আইএস’র বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে তুরস্ক। স্থানীয় সময় শুক্রবার ভোরে সিরিয়ায় আইএস’র ৩টি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে বৃহস্পতিবার সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে তুর্কি বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এতে তুরস্কের সেনা সদস্য নিহত হয়। আইএস’র বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের অংশ হিসেবে দেশটিতে শুক্রবার অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২৯৭ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে তুরস্কের পুলিশ।