আইএসের ৪০টি স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বিমান
Comments are closedসিরিয়ার পাঁচটি প্রদেশে আইএসের ৪০টি স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বিমান। গত ২৪ ঘন্টায় এ হামলা চালনা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, আইএসের দুর্গ বলে পরিচিত আলেপ্পো, হামা, ইদলিব, লাতাকিয়া প্রদেশে হামলা চালিয়েছে রুশ বিমান। এছাড়া, ওই হামলায় জঙ্গিদের ব্যবহৃত বিস্ফোরক লাগানো যানবাহন ধ্বংস হয়েছে। এসব যানবাহন আত্মঘাতী বোমা হামলার কাজে ব্যবহার হতো বলেও জানান তিনি ।