আইএস-এর অর্থ-বিষয়ক প্রধান নিহত – দাবী যুক্তরাষ্ট্রের
Comments are closedজঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস অর্থ-বিষয়ক প্রধান নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিহত আইএস নেতার নাম মোফাক মুস্তাফা মোহাম্মেদ আল-কার্মুশ । মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান আইএসের রিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সালেহ সহ এই দলের আরও দুই জ্যেষ্ঠ নেতা নিহত হয়। ৪২ বছর বয়সী এই ইরাকি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কালো তালিকাভুক্ত একজন সন্ত্রাসী ছিলেন।