আইএস সদস্য জিহাদি জনের ওপর মার্কিন হামলা
Comments are closedআইএসের অন্যতম সদস্য জিহাদি জনের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি তারা। মার্কিন সামরিক সূত্র দাবি করেছে, বৃহস্পতিবার সিরিয়ার রাক্কা শহরে একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। গাড়িটিতে কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিহাদি জন ও অন্য এক ব্যক্তি ছিল বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় আইএসের উত্থানের পর এই জিহাদি জন কয়েকজন বিদেশী সাংবাদিক ও বেশকিছু লোকের শিরচ্ছেদ করেছে যা আইএসের সরবরাহ করা ভিডিওতে লক্ষ্য করা গেছে।