আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিগৃহীত হচ্ছে জনগণ: ড. মিজান
Comments are closedআইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সাধারণ মানুষ নিগৃহীত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। দুপুরে সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র-আসক আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। ড.মিজানুর জানান, মানবাধিকার কমিশনে যেসব অভিযোগ আসে তার ৭০ শতাংশের বেশি অভিযোগ আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। দ্রুত এই সমস্যা কমানো না গেলে ভবিষ্যতে মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।