আইসিসি’র পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম
Comments are closedইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচারে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাচ ফিক্সিং নিয়ে কাজ করার ক্ষেত্রে আইসিসির পেশাদারত্ব নিয়ে প্রশ্নও তুলেছেন। ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের সেই মামলায় শেষ পর্যন্ত অবশ্য নির্দোষ প্রমাণিত হয়েছেন কেয়ার্নস। তবে ম্যাককালাম বিরুদ্ধে সাক্ষী দেয়ায় স্বাভাবিকভাবেই সেটি কেয়ার্নসের সঙ্গে তার সম্পর্কে ছায়া ফেলেছে। এই পুরো প্রক্রিয়াটায় আইসিসি যে ভূমিকা নিয়েছিল, তাতে খুবই হতাশ ম্যাককালাম।