আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ
Comments are closed২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি। দুপুরে এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষনা করে।মুস্তাফিজ সহ ওয়ানডে দলে আছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এ বি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের রস টেলর, ট্রেন্ট বোল্ট, ভারতের মোহাম্মদ সামিও ইংল্যান্ডের ইংল্যান্ডের জো রুট।এর আগে ২০০৯ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বিশ্ব সেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।