আগামীকাল আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া
Comments are closedদুই দুর্নীতি মামলার শুনানিতে আগামীকাল আদালতে যাচ্ছেন না প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পাঁচজন সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সকালে গণমাধ্যমকে জানান, বিশ্রামে রয়েছেন খালেদা জিয়া, তিনি পুরোপুরি সুস্থ নন, তাই বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না। ২০১০ সালে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।