আগামীকাল চীনের বিপক্ষে খেলবে মামুনুল বাহিনী
Comments are closedইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ফুটবল টুর্নামেন্টে আগামীকাল চীনের হেবেইয়ের বিপক্ষে মাঠে নামবে মামুনুল বাহিনী। এর আগে চীনের লিজিয়ান ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের হানথারওয়াডি ইউনাইটেডের কাছেও ৩-২ গোলে হেরেছে লাল সবুজ জার্সিধারীরা।