আগামীকাল থেকে অবৈধ বিলবোর্ড অপসরণের কাজ শুরু
Comments are closedআগামীকাল থেকে অবৈধ বিলবোর্ড অপসরণের কাজ শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া, সময় শিথিল করে ৩০ সেপ্টেম্বর থেকে আরও দশদিন বাড়িয়ে বিলবোর্ড সরানোর নির্দেশ দেয়া হয়েছে। সকালে গুলশানে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে অবৈধ বিলবোর্ডের মালিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সিটি কর্পোরেশন।