আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান
Comments are closedএশিয়ান কাপের প্লে-অফের বাছাইপর্বে আগামীকাল দুশানবেতে নিজেদের প্রথম লেগের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে কোচ লুডভিক ডি ক্রুইফের অধীনে সকাল থেকে কঠোর অনুশীলন করেছে মামুনুল-ফয়সাল-জনিরা। এরপর ৭ই জুন ফিরতি পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে এদুল। এর আগে, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাজিখদের কাছে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা।