আগামীকাল সাগর স্বাভাবিক হবে: আবহাওয়া অধিদপ্তর
Comments are closedখুলনা এলাকা থেকে নিম্নচাপটি সরে গিয়ে লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এদিকে, আজও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, বায়ু প্রবাহের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তাল থাকলেও আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে হালকা,মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।