আগামী বাজেটের পর শিক্ষা ঋণের ব্যাপারে সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
Comments are closed
শিক্ষার মান উন্নয়নে আগামী বাজেটের পর শিক্ষা ঋণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংক আয়োজিত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। একই সঙ্গে, আগামী ৩ বছরে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা ৬০ থেকে ৮০ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় ৪শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।