আজ আবারও বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন ১৩০ জন
Comments are closedলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চারটি ছিটমহল থেকে ভারতের নাগরিকত্ব নেওয়া ১৩০ জন আজ বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। দুপুরে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের মূল ভূখণ্ডে পা রাখবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু। প্রয়োজনীয় জিনিসপত্র, অস্থাবর সম্পত্তিসহ তাঁদের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জে নির্মিত অস্থায়ী ক্যাম্পে পৌঁছে দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আর বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তাঁদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পুলিশ।