আজ খেলবে সিলেট , রংপুর , চিটাগাং ও ঢাকা
Comments are closedবিপিএল এ আজও রয়েছে দু’টি খেলা। বেলা ২টায় সিলেট সুপারস্টারস মুখোমুখি হবে রংপুর রাইডারর্স। আর সন্ধ্যা পৌনে সাত টায় চিটাগাংস ভাইকিংস প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটস। দু’টি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সরাসরি দেখাবে চ্যানেল নাইন। গতকালকের খেলায় নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে সাকিবের রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে রংপুর ৬৯ রানে হারায় ঢাকা ডায়নামাইটসকে। এ নিয়ে ঢাকা তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হারল ঢাকা ডায়নামাইটস। রাতের ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।