আজ থেকে শুরু ব্রিটিশ কাউন্সিলের ‘ক্যারিয়ার সামিট’
Comments are closedরাজধানীর ফুলার রোডে আজ থেকে শুরু হলো ব্রিটিশ কাউন্সিলের ‘ক্যারিয়ার সামিট ২০১৫’। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিং বিভাগ আয়োজিত এ সামিট শুরু হয় সকাল ১০টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশের বিভিন্ন শিল্পখাতের বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রিধারীদের সংযুক্ত করে দেয়ার মাধ্যমে তাদের দেশে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ তৈরি করতেই এ সামিটের আয়োজন। সামিটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, উচ্চাকাঙ্ক্ষী ও সম্ভাবনাময়দের পেশাদারি ভবিষ্যৎ গঠনে সহায়তা করা ও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যদের নিয়োগ দেয়ার প্লাটফর্ম তৈরি করা।