আজ ভারতের মুখোমুখি হচ্ছে মালদ্বীপ
Comments are closedসাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে বি গ্রুপের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। নেপালের কাঠমান্ডুতে বিকেল পৌঁনে চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে,সোমবার স্বাগতিক নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কাঠমান্ডুর এ.এন.এফ.এ কমপ্লেক্সে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশের যুবারা। তবে ভুটানকে হারিয়ে এরই মধ্যে এ গ্রুপ থেকে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামি ২৭ আগষ্ট সেমিফাইনালে বি গ্রুপের চ্যম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ।