আজ ভাষা সৈনিক আবুবকর সিদ্দিকের ১২তম মৃত্যুবার্ষিকী
Comments are closedভাষা সৈনিক ও শিক্ষা অনুরাগী আবুবকর সিদ্দিকের ১২তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রদান করেন বরেণ্য এ ভাষা সৈনিক। তিনি ৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থী মরহুম আলমাস আলীর প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। সাহিত্যানুরাগী হিসাবে তিনি নিয়মিত প্রবন্ধ লিখতেন। তার একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়।