January ২০২২
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Feb    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

আজ মহানায়ক উত্তম কুমারের ৩৬ তম মৃত্যুবার্ষিকী

Comments are closed

উত্তম কুমার। একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক এবং পরিচালক। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক তিনি। আজ তার ৩৬ তম মৃত্যুবার্ষিকী।

ভুবন ভোলানো হাসি, অকৃত্রিম রোমান্টিক চোখের দৃষ্টি আর অতুলনীয় অভিনয়ের গুণে বাঙ্গালী সিনেমা ভক্তদের অন্তর দুলিয়েছেন একজনই।  প্রজন্মের পর প্রজন্ম পেরিয়েও বাঙ্গালি দর্শকদের হৃদয়ের মণিকোঠায় তিনি মহানায়ক।  বলছিলাম উত্তম কুমারের কথা।

অরুণ কুমার চট্টোপাধ্যায়ই পরবর্তীতে পরিচিতি পান মহানায়ক উত্তম কুমার হিসেবে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।

উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা দৃষ্টিদান। এই ছবির পরিচালক ছিলেন নিতীন বসু। এর আগে উত্তম কুমার মায়াডোর নামে একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন কিন্তু সেটি মুক্তি পায়নি। এরপর সাড়ে চুয়াত্তর ছবি মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম-সুচিত্রা জুটি পান সিনেমাবোদ্ধারা।

বাংলা চলচ্চিত্রে পঞ্চাশ ও ষাটের দশকে সবচেয়ে জনপ্রিয় জুটি উত্তমকুমার-সুচিত্রা সেন। অনেকগুলি ব্যবসায়িকভাবে সফল সিনেমা উপহার দিয়েছেন।  বিশেষ করে হারানো সুর, পথে হল দেরী, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা ছবিতে তাদের অভিনয় আজো ভোলেনি সিনেমাভক্তরা।

বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন উত্তম। ছোটিসি মুলাকাত, অমানুষ এবং আনন্দ আশ্রম সেসবের মধ্যে অন্যতম।

স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে সু-অভিনেতা হিসেবে প্রমাণ করেন ‘এ্যান্টনি ফিরিঙ্গি’ ছবিতে।

১৯৬৭ সালেই এ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন মহানায়ক।  হারানো সুর ছবিতে অভিনয় করে সমগ্র ভারতজুড়ে প্রশংসিত হয়েছিলেন। পরবর্তীতে হারানো সুর পেয়েছিল রাষ্ট্রপতির সার্টিফিকেট অফ মেরিট। বিভিন্ন পুরস্কার ও সম্মাননার পাশাপাশি পেয়েছেন কোটি ভক্তের শ্রদ্ধা আর ভালোবাসা।

১৯৮০ সালের আজকের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। আজ তিনি নেই, কিন্তু দারুণ অভিনয় দিয়ে তিনি আজো বেঁচে আছেন এপার বাংলার, ওপার বাংলার লাখো ভক্তের হৃদয়ে। ভালো থাকবেন প্রিয় মহানায়ক।

Comments are closed.

Web Design BangladeshWeb Design BangladeshMymensingh