আজ শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহারের; কাল প্রতীক বরাদ্দ
Comments are closedপৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হলে বলা যাবে এ বছর পৌর নির্বাচনে মোট কতজন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে এবারের পৌর নির্বাচনে মেয়র পদে ১ হাজার ২১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এতে দলীয় প্রার্থী ছিল ৭১০ জন, স্বতন্ত্র প্রার্থী ৫০৩ জন। যাচাই-বাছাইয়ের সময় ৩৯ জন দলীয় প্রার্থী এবং ১১৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এখন বৈধ দলীয় প্রার্থী ৬৭১ জন এবং বৈধ স্বতন্ত্র প্রার্থী ৩৮৫ জন। এদের মধ্যে আওয়ামী লীগের বৈধ প্রার্থী ২৩১ , বিএনপির ২২৪ এবং জাতীয় পার্টির ৮৫ জন। এদিকে, পৌর নির্বাচনে আচরণবিধি তদারকিতে প্রতিটি নির্বাচনী এলাকায় আজ থেকে একজন করে নির্বাহী হাকিম নামছেন। সেই সঙ্গে ভোটের আগে-পরে চার দিন আরও এক হাজার নির্বাহী ও বিচারিক হাকিম দায়িত্বে থাকবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবেন তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ ও ‘স্ট্রাইকিং ফোর্সের’ নেতৃত্ব দেবেন নির্বাহী হাকিম। নির্বাচনী বিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা। এবারের পৌরসভা নির্বাচনে সাড়ে তিন হাজার কেন্দ্রে ভোট হবে। এতে পুরুষ ভোটার ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। অন্যদিকে , পৌর নির্বাচন পর্যবেক্ষণ, প্রার্থীদের সঙ্গে সমন্বয়, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমঝোতা ও সার্বিক তদারকির জন্য ১১টি পৃথক টিম গঠন করেছে বিএনপি। এর মধ্যে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল, সাংগঠনিক সাত বিভাগে ৮টি, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একটি এবং নির্বাচনের অসঙ্গতি তুলে ধরতে ব্রিফিংয়ের জন্য পৃথক একটি কমিটি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আহ্বায়ক ও মো. শাহজাহানকে সদস্য সচিব করে কেন্দ্রীয় মনিটরিং টিম চূড়ান্ত করা হয়েছে