আজ শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপি ব্যাংকিং মেলা
Comments are closedরাজধানীতে প্রথমবারের মতো শুরু হওয়া পাঁচ দিনব্যাপি ব্যাংকিং মেলারও শেষ দিন আজ। বাংলা একাডেমির মিলনায়তনে বহু ঢাকঢোল পেটানো ব্যাংকিং মেলায় সাধারণ লোকজনের প্রচুর সমাগম ঘটলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে নেই কোন ভাল অফার। এমনকি সাধারণ প্রশ্নোত্তর পর্বে যখন গ্রহকরা ঋণের সুদের হার কমানোর দাবি জানায়। তখনও কোন আশার বাণী শোনাতে পারেন নি ব্যাংক কর্মকর্তারা।