আদালতের নির্দেশ অনুযায়ী আরজু হত্যার বিষয়ে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments are closedরাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ নেতা আরজুকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সকালে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আদালতের নির্দেশ অনুযায়ি তদন্ত হবে। গত ১৭ই আগস্ট র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন। এর পর ২৩শে আগস্ট আরজুর বড়ভাই মাসুদ রানা বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাসহ বাহিনীর তিন কর্মকতা ও এক সোর্সকে আসামি করা হয়। আরজুর বিরুদ্ধে হাজারীবাগে রাজা নামে এক কিশোরকে হত্যার অভিযোগ রয়েছে।