আফগানিস্তানে বিমান হামলায় আইএস নেতা নিহত
Comments are closedআফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস এর শীর্ষ নেতা হাফেজ সাঈদ নিহত হয়েছেন। এই নিয়ে গেল এক সপ্তাহে ওই এলাকায় আইএস এর চার শীর্ষ নেতা নিহত হলো। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিদপ্তর জানায়, শুক্রবার রাতে নানগরহার প্রদেশের আচেহ জেলায় বিমান হামলায় হাফেজ সাঈদসহ ৩০ জঙ্গি নিহত হয়।