আবারও পালমিরার মন্দির ধংস করেছে আইএস
Comments are closedসিরিয়ার প্রাচীন নগরী পালমিরার আরেকটি মন্দির ধ্বংস করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠি-আইএস। টেম্বল অব বেল নামে ওই মন্দিরটিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। এর আগে, গত সপ্তাহে পালমিরার রোমান আমলের বালশামিন মন্দির ধ্বংস করে আইএস। পালমিরা শহর দখল করার পর থেকেই দেশটির বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনা ধংস করছে এই জঙ্গি সংগঠনটি।