আবারও পেছাল কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন
Comments are closedসাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের দিন আবারও পিছিয়ে ১০ই আগস্ট ধার্য করেছেন আদালত। সকালে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ দিন ধার্য করেন। আজ মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত থাকলেও ৮ জন আসামি উপস্থিত না থাকায় তারিখ পেছানো হয়। এদিকে, কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি.কে. গউসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা রয়েছে।