আবারো ক্ষমতায় মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
Comments are closedভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় আবারো ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ভোট গণনা শেষে এখন পযর্ন্ত প্রাপ্ত ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মমতার দল তৃণমূল কংগ্রেস। এরিমধ্যে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে যাওয়ায় মমতাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯৪টি আসনের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২শ’টিরও বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ৭০টি আসনে এগিয়ে বাম-কংগ্রেস জোট। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে চলছে ভোট গণনা । বিস্তারিত জানাচ্ছেন ভারত প্রতিনিধি কৃষ্ণ কুমার দাস।