আব্বাস উদ্দিনের ১১৪ তম জন্মবার্ষিকী আজ
Comments are closedভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের ১১৪ তম জন্মবার্ষিকী আজ। ১৯০১ সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লীগীতি, উর্দুগান গেয়ে ভক্তদের মনিকোঠায় পোক্ত করেছেন নিজের আসন। তাইতো নিজের অজান্তেই আব্বাস উদ্দিনের গান আজো গুনগুন করেন ভক্তরা।