আর্সেনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
Comments are closed
ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় টেবিলের তিনে থাকা আর্সেনালের প্রতিপক্ষ চারে থাকা ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত নয়টায়। অপর ম্যাচে টেবিলের দুইয়ে থাকা টটেনহাম খেলবে সাউদাম্পটনের বিপক্ষে। খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। দুইটি খেলায় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ১। দিনের অন্যম্যাচে রাত নয়টায় লিভারপুল লড়বে টেবিলের তলানির দল ওয়াটফোর্ডের বিপক্ষে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।