আর্সেনালের প্রতিপক্ষ শেফিল্ড
Comments are closedইংলিশ লিগ কাপে রাত পৌঁনে একটায় আর্সেনালের মুখোমুখি হবে শেফিল্ড। খেলাটি সরাসরি দেখাবে টেন স্পোর্টস। অন্য দিকে জার্মান কাপে রাত দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ভলফ্সবুর্গ। এই খেলাটি দেখাবে টেন অ্যাকশন।আর ইতালিয়ান সিরি আ লিগে ইন্টারমিলানের প্রতিপক্ষ বলগনা।রাত পৌঁনে একটায় শুরু হওয়া খেলাটি সরাসরি দেখাবে সনি কিক্স।এদিকে ইন্ডিয়ান সুপার লিগে পুনের বিপক্ষে লড়বে কেরালা। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস টু।