আ’লীগের মনোনয়নপত্র বিতরণ, বিএনপির ফরম বিরতণ
Comments are closedআসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৫টি পৌরসভায় দলের মেয়রপ্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যারয় থেকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নিকট প্রার্থীদের তালিকা ও মনোনয়ন ফরম প্রদান করা হচ্ছে। গতকালই মনোনয়নপত্র বিতরণ শুরু করেন সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকগণ। এর আগে, আওয়ামী লীগের পৌর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় । এদিকে, আসন্ন পৌর নির্বাচনে ২০-দলীয় জোটের প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিরতণ শুরু করেছে বিএনপি-ও। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। এই মনোনয়ন ফরম বিতরণ করছেন বিএনপির পৌর নির্বাচন সমন্বয়ক মো: শাহজাহান।