আলোচনায় সিপিএম ও কংগ্রেস নেতারা
Comments are closedঅতীতের বিবাদ ভুলে এবার সামনে তাকানোর জন্য আলোচনা করলেন ভারতের পশ্চিমবঙ্গের সিপিএম ও কংগ্রেস নেতারা। এর ফলে আরও জোরালো হল রাজ্যে বাম-কংগ্রেসের জোট বার্তা। দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে আরও বলা হয়, কংগ্রেসের দুই নেতা ওমপ্রকাশ মিশ্র ও অরুণাভ ঘোষের সঙ্গে সিপিএমের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমের এই আলোচনা খুবই ফলপ্রসু হয়। মমতার তৃণমূলের মোকাবিলায় অতীতের শত্রুতা সরিয়ে এখন তারা মিত্রতার জমি তৈরি করছেন। আবার বৃহত্তর জোটের যুক্তি দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে যে খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, তা কাল শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে পেশ করা হবে। ফলে অনেকেই বলছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন জোটের আত্মপ্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র।