আশরাফুলের বিয়ে ডিসেম্বর, পাত্রী অর্চি
Comments are closedবিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি।তার গ্রামের বাড়ি ভৈরবে। দুই বোনের মধ্যে অর্চি বড়। ১৫ ই জুলাই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশরাফুল ও অর্চির আংটি বদল হয়। আগামী ডিসেম্বরে তাদের বিয়ে। রেডিও ধ্বনির পক্ষ থেকে শুভ কামনা রইল আশরাফুল ও অর্চির জন্য।