আশুগঞ্জে অনিদিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু
Comments are closedচাঁদাবাজি বন্ধসহ ১৬ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে আশুগঞ্জে অনিদিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু করেছেন শ্রমিকেরা। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ৬টি নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বন্দরে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী কার্গো জাহাজ। এতে বিভিন্ন স্থান থেকে জাহাজে আসা পণ্য নষ্ট হচ্ছে। আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ বাহার জানান, অবিলম্বে তাদের ১৬ দফা দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।