আসছে বর্ষার আগেই রাজধানীর জলাবদ্ধতা নিরসনের আশ্বাস
Comments are closedরাজধানীর জলাবদ্ধতা নিরসনে খুব শিগগিরিই কাজ শুরু করা বলে জানিয়েছেন ঢাকার দুই নগর পিতা । দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে এক আলোচনা সভায় মেয়র সাইদ খোকন আশ্বাস দেন, আগামী বর্ষা মৌসুমে পূর্বে মহানগরে জলাবদ্ধতার সমস্যা অর্ধেকে নেমে আসবে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানান, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের সমন্বয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হবে।