আসন্ন মৌসুমের ঘরোয়া ক্রিকেটের ফিকশ্চার চূড়ান্ত
Comments are closedচূড়ান্ত হল আসন্ন ঘরোয়া ক্রিকেট মৌসুমের ফিকশ্চার। দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় জানান, ১৭ই সেপ্টেম্বর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত জাতীয় লিগ, বিপিএল ২৫শে নভেম্বর থেকে ২৫শে ডিসেম্বর, বিসিএল আগামী বছরের ৫ই জানুয়ারি থেকে ২০শে ফেব্রুয়ারি এবং ঢাকা প্রিমিয়ার লীগ হবে ১১ই মার্চ থেকে ৯ই মে পর্যন্ত। এছাড়া জানুয়ারিতে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।