ইংল্যান্ডকে ১৪ রানে হারাল বাংলাদেশ
Comments are closedশারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত পাঁচ জাতির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিং এ নামে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে সংগ্রহ করে ১১৭ রান। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ইংলিশরা। ব্যাট হাতে ১৭ রান করে এবং ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ধ্রুপদী পত্রনিবাস তীর্থ। এদিকে, দিনের অপর ম্যাচে আফগানিস্তানকে আট উইকেটে হারায় পাকিস্তান।